Sawkat Mollah : ফুরফুরা শরিফে সওকত মোল্লাকে ঘিরে উঠল চোর স্লোগান। ABP Ananda Live
অনুব্রত মণ্ডলের পর সওকত মোল্লা (Sawkat Mollah)। এবার হুগলির ফুরফুরা শরিফে তৃণমূল (TMC) বিধায়ককে ঘিরে উঠল চোর স্লোগান। গতকাল রাতে পিরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ফেরার পথে, সওকত মোল্লাকে দেখে চোর স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ। হঠাৎ কেন ফুরফুরায় এসেছেন তৃণমূল বিধায়কের, সে প্রশ্নও তোলেন তাঁরা। এরপর সেখান থেকে বেরিয়ে যান সওকত মোল্লা। এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Tags :
Slogan Tmc ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Sawkatmollah