Mamata Banerjee: সিঙ্গুর আন্দোলনে জয় পেতে 'মানত', ১৬ সপ্তাহের ব্রত করে সন্তোষী মন্দিরে পুজো মমতার
‘বলেছিলাম সিঙ্গুর (Singur) আন্দোলনে জয় পেলে সন্তোষী মায়ের মন্দির করব। আমি সব ধর্মকে ভালবাসি, মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার সব জায়গাতেই যাই। ১৬ সপ্তাহ আগে ব্রত রেখেছিলাম, বলেছিলাম সিঙ্গুর গিয়ে সন্তোষী মাকে পুজো দেব’। শুক্রবার সিঙ্গুরে (Singur) গিয়ে বাজেমেলিয়ায় সন্তোষী মায়ের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কথা বললেন কচিকাঁচাদের সঙ্গে। এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এ দিন পুজো দিয়েই কামারকুণ্ডুতে রেল ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্প ও কৃষিকে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর।
Tags :
Mamata Banerjee CM Mamata Banerjee Singur Hooghly মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি সিঙ্গুর