Locket Chatterjee : 'ওঁকে কোনও নম্বরই দেব না' অসিত মজুমদারকে লকেটের কটাক্ষ
বিজেপির পথে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক? আমরা বিজেপির সৈনিক নামে শহরজুড়ে পোস্টারে তেমনই ইঙ্গিত। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে বিজেপিতে নেওয়া যাবে না বলে পোস্টারে হুঁশিয়ারি। চুঁচুড়ায় বিজেপির জেলা পার্টি অফিস ও বিভিন্ন স্টেশন চত্বরে দেখা গিয়েছে বিতর্কিত পোস্টার। পাগল নই যে, বিজেপিতে যোগ দেব, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ই তৃণমূলে আসতে পারেন বলে কটাক্ষ করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। ওঁকে কোনও নম্বরই দেব না, ক’দিন বাদেই দেখবেন ওঁর ঘরে ইডি-সিবিআই আসছে, মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
Tags :
Locket Chatterjee Bangla News Bangla News Live Asit Majumdar ABP Ananda ABP Ananda Bengali News TMC MLA