Balagarh News : শিশু মৃত্যুর নেপথ্যে তন্ত্রযোগ? কথায় অসঙ্গতি থাকায় আটক করা হয়েছে ঠাকুরমা ঠাকুরদাকে
ABP Ananda Live: বলাগড়ের গুপ্তিপাড়ায় উদ্ধার হল ৪ বছরের নিখোঁজ শিশুর দেহ। বলাগড়ের গুপ্তিপাড়া থেকে নিখোঁজ শিশু। বাড়ির সামনে থেকে নিখোঁজ ৪ বছরের শিশু। ড্রোন উড়িয়ে স্লিপার ডগ দিয়ে তল্লাশি চালায় পুলিশ। ৬০ জনের বিশেষ দল গঠন করে তল্লাশই চালায় পুলিশ। অপহরণের মামলা রুজু করে তদন্তে নেমেছে বলাগড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঠাকুরমা ঠাকুরদা তান্ত্রিকের কাছে গিয়েছিলেন। কেন নিয়ে গিয়েছিলেন? মৃতের বাবা পেশায় গাড়িচালক। মা গৃহবধূ। কথায় অসঙ্গতি থাকায় আটক করা হয়েছে ঠাকুরমা ঠাকুরদাকে।
উপনির্বাচনেও ভরাডুবি, বিজেপিতে পরিবর্তনের ডাক দিলীপের। 'উপনির্বাচনের রেজাল্ট কী হবে, আগে থেকেই জানা ছিল। দলের কাজ করার পদ্ধতি পাল্টানো দরকার। বিজেপির সংগঠনে পরিবর্তন দরকার। উনিশের ভোটে মেদিনীপুরে লিড দিয়েছিলাম। লোকসভা থেকে উপনির্বাচন, বিজেপি ভাল ফল করতে পারছে না। ছাব্বিশের জন্য নতুন করে লড়াই শুরু করতে হবে', বললেন দিলীপ ঘোষ।
আর জি কর মেডিক্যালে মর্গের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। জোড়া ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তের নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের। আর জি কর মেডিক্যালের রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ময়নাতদন্তের সব কাজই করছেন মর্গ অ্যাসিস্ট্যান্ট।