Serampore: বছরের প্রথমদিনই শ্রীরামপুরের ওয়েলিংটন জুটমিলে আগুন | ABP Ananda LIVE
Hooghly Fire: বছরের প্রথমদিনই শ্রীরামপুরের (Serampore)ওয়েলিংটন জুটমিলে (Jut Mill) আগুন। সুতো তৈরির ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কোনওরকমে কারখানা থেকে বেরিয়ে আসেন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছলেও জলের অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় দমকল।