Kolkata Metro:লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে মেট্রো পেতে পারেন কলকাতাবাসী।ABP Ananda LIVE

মেট্রো যাত্রীদের (Kolkata Metro) জন্য সুখবর। লোকসভা ভোটের আগে তিনটি নতুন রুটে (New Route In Kolkata Metro) মেট্রো পেতে পারেন কলকাতাবাসী।৬ মার্চ বারাসতের সভা থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। অবশেষে গঙ্গা নীচ গিয়ে গন্তব্যে পৌঁছনোর শখ পূরণ হতে পারে তিলোত্তমাবাসীর। সঙ্গে থাকতে পারে তারাতলা থেকে মাঝের হাট ও নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো রুটের উপহার

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola