Hooghly Railway News: হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস

Continues below advertisement

ABP Ananda LIVE: হাওড়া-বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে রেললাইনে ধস। বৃষ্টির জেরেই এই ধস বলে প্রাথমিক অনুমান রেলওয়ে কর্তপক্ষের। ধসের জেরে আপ হুল এক্সপ্রেস কিছুক্ষণের জন্য চন্দননগর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পরে ধীরগতিতে ওই এলাকা পেরিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে হুল এক্সপ্রেস। বৃষ্টির মধ্যেই রেলের ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিভিন্ন ট্রেন ওই এলাকা থেকে ধীরগতিতিতে পাশ করানো হচ্ছে। 

স্কুলে না গিয়েও ডামি শিক্ষিকা দিয়ে কাজ, অভিযুক্ত তৃণমূল নেতা। চণ্ডীপুরে অভিযুক্ত তৃণমূলের নেতা শিক্ষক স্বপন প্রধান । স্কুলে না গিয়েও বেতন তোলার অভিযোগ! মাসের শেষে হাজিরা খাতায় সই! ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ! শাসক নেতা শিক্ষকের কীর্তিতে শোরগোল পূর্ব মেদিনীপুরে তোলপাড় । ভিত্তিহীন অভিযোগ, সব আমার রেকর্ড বলবে, দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। স্কুলে না গিয়ে ডামি শিক্ষিকা রেখে কাজ চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালি নতুন প্রাথমিক বিদ্য়ালয়ের শিক্ষক স্বপন প্রধানকে শো-কজ করেছেন জেলা বিদ্য়ালয় পরিদর্শক। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram