Hooghly Accident : শ্রীরামপুরে দিল্লি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু, গুরুতর আহত ২। ABP

শ্রীরামপুরে (Sreerampore) দিল্লি রোডের উপর ভয়াবহ দুর্ঘটনায় ২ ব্যক্তির মৃত্যু (Death)। গুরুতর আহত আরও ২। পর পর গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া লরি। একটি গাড়ি ও তিনটি বাইককে ধাক্কা দিয়ে ইঁটের পাজায় আটকে যায় লরিটি। ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর দিল্লি রোড অবরোধ করে উত্তেজিত জনতা। একটি মৃতদেহ আটকে যায় লরির তলায়। ক্রেন দিয়ে লরিটিকে সরানোর চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ (Police) বাহিনী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola