Second Hooghly Bridge:আগামী ২১ ডিসেম্বর রাত ১টা থেকে ৩টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সম্পূর্ণ বন্ধ যান চলাচল।ABP Ananda LIVE
আগামী ২১ ডিসেম্বর রাত ১টা থেকে ৩টে পর্য়ন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। সেই সময় সেতুর রোপ এবং বেয়ারিং বদল করার কাজ চলবে। নিবেদিতা সেতু, বালি ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে যান। জানানো হয়েছে ট্রাফিক পুলিশের তরফে।
Tags :
Second Hooghly Bridge Hooghly News DISTRICT Repairment Work In Second Hooghly Bridge Second Hooghly Bridge Remain Close