Hooghly News: রাত দখল থেকে ফেরার সময় তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ ! 'আক্রান্ত প্রতিবাদী'

মাথাভাঙা, নৈহাটির পর এবার হুগলিতে আক্রান্ত প্রতিবাদী । 'রাত দখল থেকে ফেরার সময় তারস্বরে মাইক বাজানো প্রতিবাদ। শ্রীরামপুর স্টেশনের কাছে জোরে মাইক বাজানোর প্রতিবাদ করায় হামলা।' অনুষ্ঠান বন্ধ করতে বলায় গালাগালি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ।
পুলিশের অনুমতি নিয়েই প্রতিবারের মতো অনুষ্ঠান। কেন অভিযোগ করলেন জানা নেই: মৎস আড়তদার উন্নয়ন সমিতির সম্পাদক।

থ্রেট কালচারের অভিযোগে গত বুধবার পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলনের জেরে তুলকালাম বেধেছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। চাপে পড়ে পাঁচ দিনের মাথায় গতকাল পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ। ছুটিতে পাঠানো হল পদত্যাগী ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন ও এক RMO-কে। সাসপেন্ড করা হয়েছে শাহিন সরকার-সহ তিন হাউসস্টাফকে। বাতিল করে দেওয়া হল এক ইন্টার্ণের রেজিস্ট্রেশন। North Bengal Medical College   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola