Hooghly News: হাসপাতাল চত্বরে চলল গুলি, রোগী সেজে হাসপাতালেই লুকিয়েছিল হামলাকারীরা

Continues below advertisement

ব্যস্ত সময়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল চত্বরে চলল গুলি। রোগী সেজে হাসপাতালেই লুকিয়েছিল হামলাকারীরা। গুলিবিদ্ধ খুনে অভিযুক্ত এক দুষ্কৃতী। আদালতে তোলার আগে বেলা ১২টা নাগাদ কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাস-সহ কয়েকজন বন্দিকে মেডিক্যাল পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় গুলি চলে। গুলিবিদ্ধ টোটন বিশ্বাস নামে ওই দুষ্কৃতী। হাসপাতালে পুলিশের সামনেই গুলি চলায় অন্য বন্দি ও রোগীর আত্মীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। বন্ধ হয়ে যায় জরুরি বিভাগের গেট। হামলাকারীদের সন্ধান পেতে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram