Hooghly News: সরকারি আবাস যোজনার অফিসে তৃণমূলের পার্টি অফিস!
হুগলির ডানকুনিতে, সরকারি আবাস যোজনার অফিসে চলছিল তৃণমূলের পার্টি অফিস! এনিয়ে খবর সম্প্রচারের পরই, রাতারাতি সেই বাড়ি থেকে পাত্তারি গুটিয়ে ফেলল তৃণমূল। পাল্টা বিজেপির বিরুদ্ধে, সরকারি প্রকল্পের বাড়ি, ভাড়া দেওয়ার অভিযোগ তুলেছে শাসক দল।
Tags :
Hoogly Awas Yojana TMC #ABPAnanda #BanglaNews #banglanewslive #ABPAnanda #Bengalinews #ABPAnandaDigital #ABPAnandaLIVE #BengaliNews