Shantanu Banerjee: নিয়োগ-দুর্নীতির মামলায় আজ ফের তলব হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে | Bangla News
শান্তনু-কুন্তল-তাপসের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর দাবি ইডির। 'বেআইনি চাকরির গ্যারান্টার হয়েছিলেন শান্তনু। তাঁর কথাতেই কুন্তলকে টাকা দেন তাপস। শান্তনুর প্রভাব খাটিয়েই চাকরি দেওয়ায় নামে টাকা নেন কুন্তল। চাকরির নামে তোলা টাকার মোটা অঙ্কের ভাগ পেয়েছেন কুন্তল,' দাবি ইডির। নিয়োগ-দুর্নীতির মামলায় আজ ফের তলব হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে।