Train Blockade: 'সমস্যার দ্রুত সমাধান হবে', কর্তৃপক্ষের আশ্বাসের প্রায় ৩ ঘণ্টা পর উঠল অবরোধ| Bangla New
অফিস টাইমে হাওড়া-গোঘাট শাখার (Howrah-Goghat Division) নসিবপুর স্টেশনে রেল অবরোধ। আটকে পড়ে আপ আরামবাগ লোকাল (Arambagh Local) ও ডাউন তারকেশ্বর-হাওড়া লোকাল। ভোগান্তির শিকার অন্য যাত্রীরা।
নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, বেশ কয়েকমাস ধরে ভোরবেলার দুটি ডাউন ট্রেন চলছে না। পরের ট্রেনগুলিও নির্ধারিত সময়ে না আসায় গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। রেল কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এদিন সকাল ৬টা ২০ থেকে নসিবপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীদের একাংশ। ঘটনাস্থলে আরপিএফ, জিআরপি ও সিঙ্গুর থানার পুলিশ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, এদিন প্রথম ট্রেন ক্যানসেল হয়। এরপর পরের দুটো ট্রেন দেরিতে আসে। তাঁদের কথায়, "একে করোনা পরিস্থিতি, তার ওপর ভিড় হচ্ছে ট্রেনে। এর ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে।" মাধ্যমিক পরীক্ষার্থী থাকায় বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। "এই সমস্যার দ্রুত সমাধান করে হবে", কর্তৃপক্ষের তরফে আশ্বাসের প্রায় ৩ ঘন্টা পর অবরোধ ওঠে।