Hooghly: হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বামেদের কাছে হারল তৃণমূল
হুগলির বাঁশবেড়িয়া পুরসভা দখলে করলেও, হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বামেদের কাছে ৬-০-য় হারল তৃণমূল। বাঁশবেড়িয়া ইদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতির ৬টি আসনেই জয়ী হয়েছেন বামপন্থী প্রার্থীরা। গতকাল বাঁশবেড়িয়া ইদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন হয়। ১ হাজার ৩০৮ জন ভোটারের মধ্যে ৬৭৭ জন ভোট দিয়েছিলেন। ফলাফল ঘোষণা হলে দেখা যায়, গতবারের বিজয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা সবকটি আসনেই পরাজিত হয়েছেন। বামেরা দাবি করেছে, ভোট শান্তিপূর্ণ হওয়ায় এই জয়। শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, মানুষ যাকে চেয়েছে তাকেই ভোট দিয়েছে, প্রতিক্রিয়া তৃণমূলের। পঞ্চায়েত ভোটের আগে এই জয় বামেদের কোনও বাড়তি অক্সিজেন জোগায় কি না, সেটাই দেখার।
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE CPIM ABP Ananda Digital ABP Ananda ) Politics ABP Ananda Bengali News