Arms Recovered: পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার, বেঙ্গল এসটিএফের জালে পাচারকারী | Bangla News
দক্ষিণ ২৪ পরগনার পর হুগলি। পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার। বেঙ্গল এসটিএফের জালে এক অস্ত্র পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ডানকুনি হাউজিং মোড়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে মাশাদুল মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৫টি আগ্নেয়াস্ত্র ও একটি রাইফেল। ধৃতের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। বিহারের পাটনা থেকে অস্ত্র এনে মুর্শিদাবাদে পাচারের পরিকল্পনা ছিল বলে পুলিশের দাবি। পাচার চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক অস্ত্র ব্যবসায়ীকে।
Tags :
Bangla News Bangla News Live Panchayat Polls Arms Recovered Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News