Hoogly incident : হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনা
ABP Ananda LIVE : হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তের জন্য এল মেডিক্যাল কলেজে। হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ আনা হল কলকাতা পুলিশ মর্গে। এখানে বিচার পাব কি? সংশয় পরিবারের। আসতে চাইনি, জোর করে আনা হয়েছে বলে অভিযোগ।সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার ২। শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপর এদিন দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মেডিক্যাল কলেজে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উপস্থিত ছিল প্রচুর পুলিশ। সিঙ্গুর থেকে নার্সিংহোমের মালিক এবং কাঁথি থেকে মৃত নার্সের বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের।হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হল কলকাতায়। শ্রীরামপুর হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় উত্তেজনা। হাসপাতালের বাইরে বিরোধীদের বিক্ষোভ। গতকাল সিঙ্গুরের এক নার্সিংহোমে নার্সের মৃত্যু ঘিরে তুলকালাম বাধে। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান নার্সের পরিবার।