Hospital Costs: মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই বাড়ছে হাসপাতালের খরচ
মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই বাড়ছে হাসপাতালের খরচ। চড়া হারে স্বাস্থ্য বিমা, হাসপাতালে গুণতে হবে ১৮% জিএসটি! হাসপাতালে স্বাস্থ্য বিমার উপরে গুণতে হবে ১৮% জিএসটি! আইসিইউ বাদে ৫ হাজার টাকার বেশি বেডের উপরে ৫% জিএসটি! ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসালে এবার থেকে ১২% জিএসটি! প্ল্যান্টের জিএসটির বোঝাও রোগীর উপরে চাপার আশঙ্কা। স্বাস্থ্য বিমায় কোথাও ৫০%, কোথাও তারও বেশি বাড়ল প্রিমিয়াম
Tags :
ABP Ananda Hospital GST Medical ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Treatment এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ