House Crack: 'নির্মীয়মাণ প্রজেক্টের মেশিন চালু হলেই কাঁপছে বাড়ি', আতঙ্ক রাজপুর-সোনারপুর পুর-এলাকায়।Bangla News
বউবাজারের পর এবার বাড়ি ফাটলের আতঙ্ক রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। চৌহাটি এলাকায় ২৪ নম্বর ওয়ার্ডে স্কুল এবং আশপাশের বেশ কিছু বাড়িতে ফাটল। বহুতল নির্মাণের জেরে এই ফাটল ধরছে বলে অভিযোগ। নির্মীয়মাণ প্রজেক্টের মেশিন চালু হলেই বাড়ি কাঁপছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানালেন প্রতিনিধি।
Tags :
ABP Ananda Sonarpur ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Rajpur এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাড়িতে ফাটল House Crack House Crack In Rajpur Sonarpur রাজপুর-সোনারপুর এবিপি আনন্দ