House Crack: 'অভিযোগ পেলে নিশ্চয় সমাধান করব', সোনারপুরে বাড়িতে ফাটল প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর

বউবাজারের পর এবার বাড়ি ফাটলের আতঙ্ক রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। চৌহাটি এলাকায় ২৪ নম্বর ওয়ার্ডে স্কুল এবং আশপাশের বেশ কিছু বাড়িতে ফাটল। বহুতল নির্মাণের জেরে এই ফাটল ধরছে বলে অভিযোগ। নির্মীয়মাণ প্রজেক্টের মেশিন চালু হলেই বাড়ি কাঁপছে বলে অভিযোগ স্থানীয়দের।

'যদি এরকম হয়, কোম্পানি নিশ্চয় সমস্ত ডিপার্টমেন্টের অনুমতি নিয়েই করছে। আমার বক্তব্য হল, আমার এলাকার মানুষের যদি কোনও ক্ষতি হয়, এলাকার মানুষ যদি আমায় জানায় তাহলে আমি কিন্তু অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।', সোনারপুরে একের পর এক বাড়িতে ফাটল প্রসঙ্গে প্রতিক্রিয়া স্থানীয় কাউন্সিলর রাজীব পুরোহিতের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola