Chittaranjan Das : শেষের সাক্ষী কুয়াশা ও পাহাড়, এই বাড়িতেই মৃত্যু দেশবন্ধুর, অবহেলায় জীর্ণ চিত্তরঞ্জন সংগ্রহালয়

Continues below advertisement

দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র, ম্যাল থেকে বাঁ দিক ঘেঁষে যে রাস্তা নেমে গিয়েছে, কিছুদূর এগোলেই চোখে পড়ে ‘চিত্তরঞ্জন সংগ্রহালয়’। রাস্তা থেকেই সিঁড়ি উঠে গিয়েছে। কোনও কালে সাদা রং করা হয়েছিল দেওয়ালে, মূল ফটকে। তার নামমাত্রই অবশিষ্ট রয়েছে। রংচটা কার্নিশ, আলসেরপ হা বেয়ে গজিয়ে ওঠা শ্যাওলার প্রলেপই চোখে পড়ে বেশি। সিঁড়ির উপর যে মূল ফটক, রং উঠে গিয়ে জং ধরা লোহার গ্রিল বেরিয়ে পড়েছে, যাকে জড়িয়ে রয়েছে মাকড়শার জাল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram