Rameshwar Cafe Incident: কীভাবে গ্রেফতার বেঙ্গালুরুতে রামেশ্বরম কাফেতে বিস্ফোরণকাণ্ডে ২ সন্দেহভাজন?

Continues below advertisement

West Bengal News: এনআইএ (NIA) সূত্রে দাবি, ভুয়ো পরিচয়ে দিঘায় আত্মগোপন করে ছিল তারা। ধৃত মুসাভির হুসেন শাজিব মহম্মদ জুনের শাজিব নামে ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল। আবদুল মাথিন আহমেদ ত্বহা বিগনেস ওরফে সুমিত নামে ভুয়ো আধার কার্ড বানিয়েছিল। আবদুল মাথিন আহমেদ ত্বহা কর্ণাটকের আইএসআইএস-এর সদস্য বলে সূত্রের দাবি। ধৃত দু'জনেরই মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা করে। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram