Bengaluru Cafe Blast Update:বাংলাকে কী ভাবে হাতের তালুর মতো চিনেছিল বেঙ্গালুরুর বিস্ফোরণকাণ্ডে সন্দেহভাজন ২ জঙ্গি? ABP Ananda LIVE
Continues below advertisement
বাংলাটাকে হাতের তালুর মতো কীভাবে চিনে ফেলেছিল ব্য়াঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণকাণ্ডে সন্দেহভাজন দুই জঙ্গি? কখনও পৌঁছে যাচ্ছে হাজরায়, সেখান থেকে অটো চালককে খিদিরপুর যাওয়ার কথা বলে। আবার কখনও চলে গিয়েছিল চাঁদনি চক মার্কেটে মোবাইল ফোন সারাতে? এখানেই তদন্তকারীদের সন্দেহ দানা বেঁধেছে। তবে কি দুই সন্দেহভাজন জঙ্গিকে কলকাতায় কেউ গাইড করছিল? কোন জায়গা থেকে কোথায় যেতে হবে, সেই নির্দেশ কে দিচ্ছিল? তদন্তকারীদের প্রশ্ন, বাংলায় ঘাপটি মেরে থাকাই কি দুই সন্দেহভাজন জঙ্গির উদ্দেশ্য ছিল? নাকি বাংলাদেশ বা নেপালে পালিয়ে যাওয়ার জন্য তারা বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিল? তার জন্যে কি হ্যান্ডলারের অপেক্ষায় ছিল দুই সন্দেহভাজন জঙ্গি? এসব প্রশ্নেরই উত্তর খুঁজছে NIA।
Continues below advertisement
Tags :
DISTRICT Bengaluru Cafe Blast Update Bengaluru Cafe Blast Update Arrest Suspected Terrorists Knew West Bengal By Heart