Coromandel Express Accident: কীভাবে ঘটল এতবড় দুর্ঘটনা? দায় কার? চলছে তরজা

বালেশ্বরের বাহানগা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৭৫জনের মৃত্যু। আহত হাজারেরও বেশি। কিন্তু কীভাবে ঘটল এতবড় দুর্ঘটনা? দায় কার? চলছে তরজা। গতকাল দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দাবি করেন, প্রাথমিক তদন্তে সিগনাল-বিভ্রাটের জেরে এই দুর্ঘটনা। রেলমন্ত্রীর বক্তব্য, দুটি এক্সপ্রেস ট্রেনেরই সিগনাল গ্রিন ছিল। কোনও একটি ত্রুটির জেরে দুর্ঘটনা। তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola