Enforcement Directorate: কতদিন লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন, কত বিনিয়োগ? রুজিরাকে জিজ্ঞাসাবাদ ইডির

Continues below advertisement

৮ ঘণ্টা পার, ইডির দফতরে অভিষেক-পত্নী। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০.৫৭: সিজিও কমপ্লেক্সে ঢোকেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদ। এর আগে কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই প্রথম অভিষেক-জায়াকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল
লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে রুজিরাকে তলব। 'তিনি ডিরেক্টর থাকাকালীন কী ধরনের কাজ করত লিপস অ্যান্ড বাউন্ডস? কী ধরনের পরিষেবা দেয় লিপস অ্যান্ড বাউন্ডস? লিপস অ্যান্ড বাউন্ডসের আর কতগুলি সহযোগী সংস্থা আছে? কতদিন লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন রুজিরা? ডিরেক্টর হিসাবে লিপস অ্যান্ড বাউন্ডসের কত বিনিয়োগ করেছিলেন?' রুজিরার কাছে জানতে চায় ইডি, সূত্রের খবর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram