Cardiology Seminar: কী করে সামাল দেওয়া যাবে পরিস্থিতি? হৃদরোগ নিয়ে আলোচনার আয়োজন শহরে
কোভিড পরবর্তী সময়ে হৃদরোগীদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি জটিলতাও বেড়েছে। কী করে সেই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং কীভাবে স্বল্প মূল্যে হৃদযন্ত্রের আধুনিক চিকিৎসা প্রান্তিক জায়গায় পৌঁছে দেওয়া- তা নিয়েই ২ দিনের আলোচনাচক্র চলছে শহরে।
Tags :
Heart Disease Bangla News Bangla News Live ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News District - Bengali News