Venomous Snake Bite : সমুদ্রের বিষধর সাপ চিনবেন কীভাবে ? Yellow-Bellied Sea Snake কতটা ভয়ঙ্কর ?

Snake Bite : দিঘার সমুদ্রে কিছুদিন আগে ছড়িয়েছিল ইয়েলো-বেলিড সি স্নেক (Yellow-bellied Sea Snake) আতঙ্ক। ভাইরাল এক ভিডিওতে ঘোরাফেরা করছিল সামনে। যদিও পূর্ব মেদিনীপুরের ডিএফও-র তরফে যে সাপটিকে খুঁজে না পাওয়ারই বার্তা দেওয়া হয়েছিল। আতঙ্কের কারণ ছিল, সমুদ্রের যে প্রবল বিষধর সাপ কামড়ালে নেই কোনও প্রতিষেধক। যে বিষয়ে বাংলার সাপ ডাক্তার চিকিৎসক দয়ালবন্ধু মজুমদার ( Dr. Dayal Bandhu Majumdar) জানাচ্ছেন, সমুদ্রের সাপ কার্যত মানুষকে কামড়ায় না, তাই জন্যই অ্যান্টিভেনাম ভারতে পাওয়া যায় না। সমুদ্রের সাপ ডাঙায় উঠে আসে না বলেও জানাচ্ছেন তিনি। অকারণ আতঙ্কিত হয়ে সাপের দেহে হলদে ধরন দেখতে পেলেই জলঢোড়া বা মেটলি সাপগুলিকে নির্বিচারে মেরে ফেলা নিয়েও সোচ্চার হলেন তিনি। সমুদ্রের জলে নামার আগে সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ারই পরামর্শ তাঁর। পাশাপাশি সমুদ্রের সাপ ও অন্য সাপ চেনার পার্থক্য করে দেয় তাদের লেজ বলেই এবিপি লাইভ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র মেডিক্যাল অফিসার ও পশ্চিমবঙ্গ সরকারের সর্পদংশন বিভাগের পরামর্শদাতা। জলে সাঁতার কাটতে চ্যাপ্টা লেজের হয়ে থাকে সমুদ্রের সাপ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola