Howrah : পয়গম্বর বিতর্কে অশান্তির পর থমথমে পাঁচলা, রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট
Continues below advertisement
পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের। গতকালের অশান্তির পর আজ থমথমে হাওড়ার পাঁচলা। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট। অশান্তি ঠেকাতে মজুত রাখা হয়েছে পুলিশের বজ্র ভ্যান। গতকাল গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। ডোমজুড় থানাতেও যান তিনি। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Howrah ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Panchla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Nupur Sharma PROPHET REMARKS ROW এবিপি আনন্দ