Train Services: সকাল থেকে হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে ব্যাহত ট্রেন চলাচল
কাজের দিনে, ফের দুর্ভোগের শিকার হলেন ট্রেনের যাত্রীরা। পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, ভোর সাড়ে ৫টা নাগাদ ফাঁকা কাটিহার-হাওড়া এক্সপ্রেস হাওড়ার টিকিয়াপাড়া কারশেডে নিয়ে যাওয়ার সময়, কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্টে বিস্ফোরণ হয়। তার জেরে ব্যাহত হয় হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করে ঘণ্টাদুয়েক পর, সকাল সাড়ে ৭টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর জেরে বাতিল করা হয় ২২টি লোকাল ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে।