Howrah News: হাওড়ার বেলগাছিয়া রোডে এই বিপর্যয়ের আসল কারণ কী? তিন রকম মত বিধায়ক অরূপ রায়ের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কখনও প্রাকৃতিক বিপর্যয়, কখনও বাম জমানা। হাওড়ার বেলগাছিয়া রোডে এই বিপর্যয়ের আসল কারণ কী? এই প্রশ্নের উত্তরে একেক বারে একেক রকম উত্তর দিলেন খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়। আর তাতেই রাজ্য রাজনীতির পারদ চড়ল আরও।
আরও খবর...
নোট-বিতর্কে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা । নজিরবিহীনভাবে ফুটেজ-সহ রিপোর্টে আপলোড করল সুপ্রিম কোর্ট । হাইকোর্টের রিপোর্ট সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড । সুপ্রিম কোর্টের কাছে ফুটেজ-সহ রিপোর্ট পেশ দিল্লি হাইকোর্টের । দিল্লি হাইকোর্টের রিপোর্টে বিচারপতির বাড়িতে অগ্নিকাণ্ডের ফুটেজ । বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লাগার দিনের ফুটেজ । তদন্তে ৩ বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট । বিচারপতি বর্মাকে আপাতত কোনও বিচারের কাজে না রাখার নির্দেশ । 'বাংলোর আউটহাউসের স্টোর রুমে কোনও টাকা রাখা হয়নি' ।