Howrah: হাওড়ার ক্রিসমাস কার্নিভাল নিয়ে মন্ত্রী-পুর প্রশাসকের বেলাগাম সংঘাত | ABP Ananda LIVE

Continues below advertisement

Howrah Christmas Carnival: হাওড়ার ক্রিসমাস কার্নিভাল (Howrah Christmas Carnival) নিয়ে মন্ত্রী-পুর প্রশাসকের বেলাগাম সংঘাত। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও অরূপ বিশ্বাসের (Arup Biswas) সামনেই হাতাহাতি! পুর প্রশাসকের দিকে তেড়ে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী (Manoj Tiwary), মারলেন ধাক্কা । বেআইনি পার্কিং ফি নেওয়ার অভিযোগে তৃণমূল বনাম তৃণমূলের সংঘাত দু-পক্ষের ঘনিষ্ঠদের মধ্যে হাতাহাতি, উঠল চোর চোর স্লোগান । কার্নিভাল ঘিরে রণক্ষেত্র হাওড়ার (Howrah) ডুমুরজলা, তৃণমূল বনাম তৃণমূল (TMC)! স্লোগানের পাল্টা স্লোগান, যুযুধান ২ গোষ্ঠী, অরূপের সামনেই সংঘর্ষ! অরূপের মধ্যস্থতায় শেষপর্যন্ত উঠেই গেল কার্নিভালের পার্কিং ফি। অরূপের মধ্যস্থতায় ফের শুরু কার্নিভাল, আরও একদিন বাড়ল সময়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram