Howrah : কল সেন্টারের আড়ালে হাওড়ার অঙ্কুরহাটিতে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫৪ জন। Bangla News
কল সেন্টারের আড়ালে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে প্রতারণা চক্রের পর্দাফাঁস। হাওড়া সিটি পুলিশের হানায় গ্রেফতার ৫৪ জন। ধৃতদের মধ্যে ১৫ জন মহিলা। আইটি পার্কে ঘর ভাড়া নিয়ে কল সেন্টার চলছিল। ঋণ পাইয়ে দেওয়ার নাম করে এটিএম কার্ডের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। ‘তারপর সেই টাকা দেশে বিদেশের বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হত’, বেশিরভাগ টাকাই আমেরিকাতে পাঠানো হয়েছে, খবর পুলিশ সূত্রে। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ৩ জনের ৫ দিনের পুলিশ হেফাজত ও বাকিদের জেল হেফাজতের নির্দেশ।
Tags :
Police Howrah Arrest ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Callcentre