Howrah: স্ত্রীকে গলা কেটে খুন, পালিয়েও থানায় আত্মসমর্পণ স্বামীর।Bangla News
স্ত্রীকে গলা কেটে খুন করে, পালিয়ে গিয়েও ফিরে এসে থানায় আত্মসমর্পণ স্বামীর। হাওড়ার উলুবেড়িয়ার ললিতাগোড়ি গ্রামের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে যান স্বামী। পুলিশের দাবি, গতকাল বিকেলে নিজেই থানায় এসে খুনের কথা কবুল করেন। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
Tags :
Howrah Surrender Uluberia ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Howrah Crime News Howrah Murder এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Wife Murdered By Husband হাওড়া. খুন স্ত্রীকে খুন স্বামীর. ABP Ananda