শ্লীলতাহানির প্রতিবাদ বাবাকে বেধড়ক মারধর করে খুন, ধৃত এক, পলাতক দুই
মেয়ের শ্লীলতাহানির (Molestation) প্রতিবাদ করায় বাবাকে (Father) বেধড়ক মারধরের অভিযোগ। হাসপাতালে (Hospital) মৃত্যু (Death) বাবার। শ্যামপুর থানায় তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়। এক জনকে পুলিশ গ্রেফতার (Arrest) করলেও, বাকি দুই জন এখনও পলাতক।