Arup On Mamata: পুর পরিষেবা নিয়ে ক্ষুদ্ধ মমতা, মুখ খুললেন অরূপ, 'আমরা তো..'

Continues below advertisement

Arup Roy On Mamata Banerjee On Howrah Municipal Corporation :নবান্ন বৈঠকে পুর পরিষেবা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এরপরেই  এদিন অরূপ রায় বলেন,' আমরা কেউ হস্তক্ষেপ করিও না। প্রবলেম নিয়ে যখন মানুষ আসে, যেমন এখন জলে পোকা, দুর্গন্ধ জল ঢুকছে বাড়িতে বাড়িতে, পানীয় জলের পাইপ ফেটে গিয়ে ড্রেনের জল এক হয়ে যাচ্ছে । তখন আমরা জানাই, আমরা তো কোনও ইন্টারফেয়ার করি না কর্পোরেশনের বিষয়ে।আমরা বরং কর্পোরেশনকে সহযোগিতা করি।' পুর পরিষেবা নিয়ে এদিন বৈঠক করে জোর নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বৈঠকে পুর-পরিষেবা নিয়ে রীতিমত ক্ষুব্ধ  মুখ্যমন্ত্রী। এদিন কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়েও কথা বলেন তিনি। পুর পরিষেবার ইস্যুতে এদিন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকে সরাসরি নাম তুলে এদিন দায়ী করেন মমতা।তীব্র ভর্ৎসনা বলেন, 'সল্টলেক আমার কাছে লজ্জা, রাজারহাটেও শুরু হয়েছে জবরদখল, সল্টলেকেও হচ্ছে। সুজিত বোস লোক বসাচ্ছে, কেন বাইরের লোক বসবে ? ছবি দেখালে লজ্জা পাবেন, কত দিতে হয়েছে ? কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন কাজ করে না সল্টলেকের কাউন্সিলরেরা ? পুলিশের চোখে কিছুই পড়ে না।' ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram