Howrah: হাওড়ার বেলিলিয়াস লেনে কুপিয়ে খুনের অভিযোগ, উদ্ধার ক্ষত-বিক্ষত মৃতদেহ ।Bangla News
হাওড়ার বেলিলিয়াস লেনে কুপিয়ে খুনের অভিযোগ। ঘর থেকে উদ্ধার ক্ষত-বিক্ষত মৃতদেহ। নিহত বাবলু সিংহ ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রি বাবলু দুই বন্ধুর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকত। সকালে স্থানীয়রা বাবুলর রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। খোঁজ মিলছে না বাবলুর দুই বন্ধুর। খুনের কারণ নিয়ে ধোঁয়াশা।
Tags :
Murder ABP Ananda Howrah Dead Body ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Belilious Road