Howrah News: হাওড়ায় জোড়া দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩
ABP Ananda Live: হাওড়ায় জোড়া দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত হন ৩ জন। কোনা এবং পাঁচলা--দুটি জায়গাতেই দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। কোনায় পথ অবরোধ করে লরি, ম্যাটাডোর ভাঙচুর করা হয়। পাঁচলার রানিহাটিতে ভেঙে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। দুটি দুর্ঘটনাতেই লরি চালক পলাতক।
তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ
তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। 'হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। কোনওভাবেই চাকরিতে রাখা যায় না, পর্যবেক্ষণ বিচারপতি মান্থার। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বাম আমলে ১৯৯৮ সালে শিবপুরের দীনবন্ধু ইনস্টিটিউশন (মেন)-এ জীবনবিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগ দেন সিরাজুল। এই নিয়োগ নিয়ে বাম আমলেই মামলা হয়। এরপরও চাকরি করে যাচ্ছিলেন তৃণমূলের শিক্ষক নেতা।