Howrah News: কোথায় যান শাসন? হাওড়ার কদমতলায় মত্ত চালকের হাতে বাইক, মৃত্যু প্রৌঢ়ার

ABP Ananda Live: কোথায় যান শাসন? হাওড়ার কদমতলায় মত্ত চালকের হাতে বাইক। ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে মাথায় চোট প্রৌঢ়ার। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।

 

বিবাহবিচ্ছেদের মামলায় ক্লান্ত শোভন, বিস্ফোরক রত্না, 'কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না..'! 

 

তৃণমূলে ফের কালারফুল নেতার সন্ধান। এবার তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাবা মহেশতলার বিধায়ক দুলালচন্দ্র দাসকে কালারফুল বলে সম্বোধন করলেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদের মামলায় কলকাতার প্রাক্তন মেয়রের হয়ে সওয়াল করেন কল্যাণ। আর কোর্টে কল্যাণের কটাক্ষের পাল্টা জবাব দিলেন রত্না। শোভনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন জবাবে রত্না চট্টোপাধ্যায় বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও সমস্যা নেই। হাইকোর্টে কল্যাণদাই বলেছিলেন, ডিভোর্স দিবি না। কিন্তু যেভাবে আমাদের নামে মিথ্যে কথা বলেছেন। বাবার হিস্ট্রি-জিওগ্রাফি সব কিছু জানেন, তাহলে কেন? ২জন সন্তানকে নিয়ে লড়াই করছি বলে নোংরা কথা বলবে?।'

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola