Accident News:বালিতে ভয়াবহ দুর্ঘটনা। GT রোডে ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিল সিমেন্ট মিক্সিং ডাম্পার

ABP Ananda Live: রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল জিটি রোডের উপর। বালিতে ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিল সিমেন্ট মিক্সিং ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্যাক্সির চালক ও এক যাত্রীর। নিয়ন্ত্রণ হারিয়ে বিশালাকার ডাম্পারের নিচে সম্পূর্ণ দলা পাকিয়ে যায় হুলুদ রঙের ট্যাক্সিটি। দুটি বাইকের তিন আরোহীও গুরুতর জখম হন। তাঁদের হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়। 

 

'পাখির চোখ' ২০২৬-এর ভোট, কীসে সবচেয়ে বেশি বরাদ্দ ? সার্বিকভাবে কেমন হল রাজ্য বাজেট ?

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল। ৪ শতাংশ DA বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 'বাংলার বাড়ি' প্রকল্পে বাড়ল উপভোক্তার সংখ্যা। গ্রামীণ রাস্তায় বিপুল বরাদ্দের ঘোষণা। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে গ্রাম বাংলা। গ্রামোন্নয়নের ওপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বেশি ৪৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দ করা হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে। 
 
মোদি সরকারের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে আয়কর ছাড়ের ঘোষণার পর, নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাজেটে কী চমক দেন, সেদিকে। দিনের শেষে দেখা গেল, বাড়ি থেকে রাস্তা, নদীভাঙন, সেতুর মতো একেবারে গ্রামীণ ইস্যুর ওপরে জোর দেওয়া হল রাজ্য বাজেটে। 

'বাংলার বাড়ি' প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনতে ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী। ৩৭ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরির জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola