Hoerah News: ধসে বিধ্বস্ত এলাকা, ৬ দিন পরও চরম দুর্দশায় হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা

ABP Ananda Live: মাথার ওপর ছাদ নেই। খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে রাত কাটছে। গত ৫ দিন ধরে অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। একদিকে মাটি বসে ধস নামছে, আরেকদিকে রাস্তা উঁচু হয়ে বাড়ির চালে ঠেকছে। দুয়ের মাঝে পড়ে চিন্তায় ঘুম উড়েছে হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। নোংরা জলে ভাসছে রাস্তাঘাট। গোড়ালি ডোবা কালো জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। জল এবং খাবার মিললেও, মাথার ওপর ছাদ মিলবে কি? এটাই এখন বড় প্রশ্ন বেলগাছিয়ার ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের কাছে। 

 

 

হাওড়া থেকে কলকাতা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ সকাল সকাল। সাতসকালে নবান্নের কাছে কন্টেনার উল্টে বিপত্তি। আর তার জেরেই দীর্ঘক্ষণ আটকে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার রাস্তা। অসুবিধার মুখে পড়েছেন বহু নিত্যযাত্রী।

মঙ্গলবার সকালেরই রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে পড়ায় একটি  কন্টেনার। এমন ভাবে গাড়িটি রাস্তা আটকে দেয়,  যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগের শিকার হন স্কুলপড়ুয়া থেকে অফিস যাত্রীরা। ভোরে শিবপুর মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার লেনে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি উল্টে যায়। এর ফলে যে অ্যাপ্রোচ রোড দিয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হয়, তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ক্রেনের সাহায্যে কন্টেনার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে শিবপুর থানার পুুলিশ।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola