Howrah News: নেই জল, বিদ্যুৎ। ভেঙে পড়ছে বাড়ি। বেলগাছিয়া জুড়ে শুধুই হাহাকার

ABP Ananda Live: জলসঙ্কট ছিলই । এখন গোদের উপর বিষফোঁড়া ধস ! হাওড়ার বেলগাছিয়ায় মানুষের সঙ্গী এখন শুধুই হাহাকার। ক্রমাগত চওড়া হচ্ছে ফাটল। প্রতিদিনই নতুন করে ধস নামছে। বাড়িতে ধরছে নতুন ফাটল। পুরনো চিড় চওড়া হচ্ছে। ঘর-দোর ছেড়ে ত্রিপল খাটিয়ে রাত্রিযাপন করছেন বেলগাছিয়ার মানুষ। তাঁরা এখন জলসঙ্কটের পাশাপাশি অস্তিত্বের সঙ্কটেও। মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়েছে। বালি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের শতাধিক পরিবারের মাথায় হাত। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনই নতুন করে ধস নামছে, বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কের দিন-রাত্রি কাটছে বহু মানুষের।

 

হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ  

হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ। দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার, অভিযোগ শুভেন্দু অধিকারীর। বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের। শাসক নেতাদের ঢুকতে দেওয়া হলেও বিরোধীদের বাধা কেন, প্রশ্ন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের। 

 
 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola