Howrah News: ভোটের আগে হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের 'চার্জশিট' প্রকাশ বিজেপির। ABP Ananda Live
ABP Ananda LIVE : ভোটের আগে তৃণমূল বিধায়কদের পারফর্ম্যান্স নিয়ে 'চার্জশিট' বিজেপির। হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রের 'চার্জশিট' প্রকাশ বিজেপির। 'রাস্তা থেকে নিকাশি, হাওড়া উত্তরের উন্নয়ন থমকে গেছে', এলাকার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, অভিযোগ বিজেপির
মতুয়াদের CAA-'উদ্বেগ', ৬ বছরে যা হয়নি, ২ মাসে কি তা সম্ভব? SIR আবহে বড় প্রশ্ন
২০১৯ সালের ১২ ডিসেম্বর, আইনে পরিণত হয়েছিল নাগরিকত্ব সংশোধনী বিল। কিন্তু ৬ বছরেও কেন CAA সার্টিফিকেট পাননি মতুয়া সম্প্রদায়ের সবাই? SIR আবহে জোরালো হয়ে উঠছে এই প্রশ্ন। মতুয়াদের পাশে আসলে কে? তা নিয়েও চলছে দড়ি টানাটানি।
একদিকে বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। অন্যদিকে জোরকদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই পরিস্থিতিতে ফের যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, তা হল - CAA, নাগরিকত্ব সংশোধনী আইন। SIR আবহে ভোটার তালিকায় নাম রাখার জন্য মতুয়া সম্প্রদায়ের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ CAA সার্টিফিকেট থাকলে, তবেই নাগরিকত্বের পরিচয় পাবে তারা।