Howrah News: চণ্ডীতলার IC-র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্রমেই বাড়ছে রহস্য | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: চণ্ডীতলার IC-র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্রমেই বাড়ছে রহস্য। কে গুলি চালাল? কেন গুলি চলল? উত্তর মিলছে না কোনও প্রশ্নেরই। ঘটনায় পুলিশ কিছু জানাচ্ছে না। এত ধোঁয়াশার সব উত্তর যাঁর কাছে সেই প্রাক্তন আইসি জয়ন্ত পাল এদিন হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, তাঁর কিছুই বলার নেই। এখানেই, প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু লুকোনো হচ্ছে? 

প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ নিহত চিকিৎসকের বাবা-মা 

৭ মাস হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি আর জি কর হাসপাতালের তরুণীর চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য়, শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে। 

ভবানীপুর থেকে আমতা, সরকারি দফতরের অভিযানে জাল ওষুধের গোডাউন তো সামনে আসছে। কিন্তু জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এবার তার সন্ধানেই অভিযানে নামতে চলেছে তারা। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে জাল ওষুধ পৌঁছেছে, আমতা থেকে ধৃত ওষুধ ব্যবসায়ীকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola