Howrah News: সোনার দোকানে ডাকাতির পর ২ দিন পরেও অধরা দুষ্কৃতীরা। ABP Ananda Live

ABP Ananda Live: ডোমজুড়ে (Domjur) সোনার দোকানে ডাকাতির পর ২ দিন পার, অধরা দুষ্কৃতীরা। অধরা দুষ্কৃতীরা, ডাকাতির কাজে ব্যবহৃত ২টি বাইক উদ্ধার করল পুলিশ। হুগলির চণ্ডীতলার জনাই থেকে ২টি বাইক উদ্ধার করল পুলিশ। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতিতে আন্তঃরাজ্য গ্যাং, দাবি পুলিশের। গ্যাং চিহ্নিত হলেও এখনও অধরা দুষ্কৃতীরা, বিভিন্ন জায়গায় তল্লাশি।

অন্য়দিকে, বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়', লোকসভা ভোটে সাফল্যের পরেই শিল্পপতিদের বার্তা মুখ্যমন্ত্রীর , 'রাজ্যে আছে শিল্প বান্ধব পরিবেশ, কিছুই বাধা হবে না', 'কেউ গোলমাল করে অশান্তি করার চেষ্টা করলে ছাড় নয়', নবান্নে বণিকসভার সদস্যদের সঙ্গে বৈঠকে আশ্বাস মুখ্যমন্ত্রীর। 'আমরা অন্য রাজ্যের মতো ভয় দেখাই না', 'রাজ্যের উন্নয়ন-বিরোধীদের ভয়ে গুটিয়ে যাবেন না', নাম না করে কেন্দ্রকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়: সূত্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola