ABP News

Howrah News LIVE: বিশ্ব জলদিবসে হাওড়ায় জলসঙ্কট অব্যাহত। গরমে জল না পেয়ে অতিষ্ঠ মানুষ

Continues below advertisement

ABP Ananda LIVE: হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপলাইন বসাতে গিয়ে ধস । একাধিক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফাটল, ভেঙে পড়েছে ল্যাম্প পোস্ট । বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা, চরম দুর্ভোগে বাসিন্দারা । ঘটনার দায় এড়াতে দুই তত্ত্ব মন্ত্রী অরূপ রায়ের প্রথমে বললেন, প্রাকৃতিক দুর্যোগ, পরে দিলেন উন্নয়ন করতে গিয়ে বিপর্যয়ের তত্ত্ব!

হাওড়া জলসঙ্কট প্রসঙ্গে প্রথমেই প্রাকৃতিক দুর্যোগের কথা মন্ত্রী অরূপ রায়ের মুখে। পরে যদিও সুর বদল করে মন্ত্রী বলেন, মানুষের কাজ করতে গিয়েই এই দুর্যোগ হয়েছে।  পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিয়েছে। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে  গেছে।  বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।

দিলীপের মন্তব্যের প্রতিবাদ, বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও।
বাড়িতে নেই দিলীপ, বাইরে বিক্ষোভ তৃণমূলের। দিলীপ বললেন, "ওদের জানিয়ে আসা উচিত ছিল, ভাল ট্রিটমেন্ট করতাম।"

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram