Howrah News: কীভাবে মৃত্যু হল তবলা বাদকের? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ABP Ananda live

Continues below advertisement

ABP Ananda Live: ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুন ঘিরে রহস্য ঘনীভূত। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ । খোয়া গেছে নিহতর ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র। লুঠের উদ্দেশ্যেই কি খুন, যৌথ তদন্তে সিআইডি, হাওড়া জিআরপি । ট্রেনের কামরা পরীক্ষা করতে যাচ্ছে ফরেন্সিক দল। 

 

সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণূলের জাতীয় কর্মসমিতির সদস্য ও মন্ত্রী-সাংসদরা। দুই রাজ্যে ভোট পরবর্তী জাতীয় রাজনীতি নিয়ে আলোচন। 'সংসদের শীতকালীন অধিবেশনে তৃণমূলের রণকৌশল ঠিক করতে বৈঠক। আলোচনা হবে ৬ বিধানসভার উপ নির্বাচনের ফল নিয়েও। দলের সাংগঠনিক রদবদল নিয়েও আলোচনার সম্ভাবনা'।  গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছে নিউ ইয়র্কের জেলা আদালত। ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ। গৌতম আদানি, তাঁর ভাইপো সাগপর সহ ৮ জনের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের। মার্কিন লগ্নিকারীদের বিনিয়োগ টানতে শেয়ারে জালিয়াতি করেছে আদানি গ্রুপ। চুক্তি সুনিশ্চিত করতে ভারতীয় আমলাদের ২ হাজার ২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram