Howrah News: বিধায়কের গাড়ির বেপরোয়া গতি, দুর্ঘটনায় মৃত ২। ABP Ananda Live
ABP Ananda Live: বিধায়কের গাড়ির বেপরোয়া গতি। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রালের অফিসের উল্টোদিকে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা মারায়, গাড়ি চালক-সহ ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। গতকাল রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। পুলিশ সূত্রে খবর, বিধায়কের গাড়ি চালক মহম্মদ মোস্তাক খান তাঁর আত্মীয়দের নিয়ে হাওড়ার বাঁকড়া থেকে ফিরছিলেন। শিবপুরের ফোরশোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি। বিধায়কের গাড়ি চালক বছর ২৫-এর মোস্তাক ও তাঁর এক আত্মীয়ের মৃত্যু হয়।
বিহার থেকে শ্যুটার এনে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে হামলা। সুশান্তরই পরিচিত ব্যবসায়ীর কালিন্দীর ফ্ল্যাটে ডেরা। মূল চক্রীকে গ্রেফতারের পরে দাবি পুলিশের।