
Howrah News:নেই জল- বিদ্যুৎ, বাড়িতে ফাটল, হাওড়ায় দুর্ভোগের ত্রিফলা, প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ
ABP Ananda Live: দিন-রাত আতঙ্কে কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। জলের পাইপ লাইন মেরামতি করতে গিয়ে বুধবার রাতে এই এলাকায় ধস নামে। ৩ দিন পরেও পরিস্থিতি যে-কে-সেই। অন্যদিকে, আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। এ ছাড়াও বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলসঙ্কট চরমে। বেলগাছিয়া মোড়ে ভূর্গভস্থ পাইপ লাইন বসিয়ে পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে লাইন জোড়ার কাজ আজ ভোরে শেষ হয়েছে। তবে আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় আজ সকালেও উত্তর হাওড়ায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। অন্য পুরসভা থেকে জলের ট্যাঙ্কার এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছে হাওড়া পুরসভা।
বিচারপতি যশবন্তের বাংলোর স্টোররুমে টাকার পাহাড় মজুত ছিল বলে জানা যাচ্ছে। আগুন থেকে রক্ষা পায়নি ওই স্টোররুমও। যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বান্ডিল বান্ডিল টাকা পড়ে রয়েছে মেঝেতে। আগুনে কিছু বান্ডিল পুড়ে গিয়েছে। অর্ধেক পুড়ে গিয়েছে কিছু আগুন নেভাতে দমকল বাহিনীর ছোড়া জলে ভিজে গিয়েছে কিছু বান্ডিল। ছাই, কালিমাখা অবস্থাতেও পড়ে রয়েছে টাকা।