Howrah News: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি-ইটবৃষ্টি-ভাঙচুর, গুলিবিদ্ধ বাংলার মাছ ব্যবসায়ী

Continues below advertisement


Howrah TMC Inner Clash and Nimta Shoot Out : হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চলল বোমাবাজি। অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় বচসার জেরে গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী। কোথা থেকে আসছে এত বোমা-গুলি? একইদিনে দুই জেলার দুই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের আইনশৃঙ্খলা। কোথাও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তুলকালাম বাধল, গুলি, বোমাবাজি, ইটবৃষ্টি, ভাঙচুর। অন্যদিকে নিমতায় বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন মাছ ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করতে হল হাসপাতালে। আর একইদিনে দুই জেলার দুই ঘটনায় ফের প্রশ্ন উঠল আইনশৃঙ্খলা নিয়ে। কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র? কোথায় পুলিশের নজরদারি? আগ্নেয়াস্ত্র কেনার জন্য টাকাই বা আসছে কোথা থেকে? কী করছে রাজ্যের গোয়েন্দা বিভাগ? বেআইনি অস্ত্র উদ্ধারেই বা পুলিশের পদক্ষেপ কই? তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এদিন তুলকালাম বাধে হাওড়ার বাঁকড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় বাঁকড়ার মুন্সিডাঙা শেখপাড়া এলাকা। পুলিশকে আঙুল উঁচিয়ে শাসানি দিলেন নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করা এক মহিলা। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram