Howrah Train Disruption:হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা? কী বলছে রেল?

Continues below advertisement

ABP Ananda LIVE: রেলের ওভারহেড তারে ভেঙে পড়েছে গাছের ডাল। তার জেরেই মুখ থুবড়ে পড়ল ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল। সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বড়গাছিয়া স্টেশনে কাছে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। তার জেরেই থমকে যায় ট্রেন। আপ লাইনের একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। কাজের দিনে এমন ঘটনায় প্রবল সমস্যায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন যে এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের টাওয়ার ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে। ইঞ্জিনিয়াররা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

'শ্যুটিং বন্ধ অনভিপ্রেত ঘটনা'। 'কিছু মুষ্টিমেয় পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত'। 'কী কারণে অচলাবস্থা জানে না ফেডারেশন'। 'রেজিস্টার্ড সিনেমার জন্য মৌ চুক্তি আছে, কিছু শর্ত আছে'। 'কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন'। 'ইন্ডাস্ট্রিকে বন্ধ করে মুখ্যমন্ত্রীর অবমাননা করেছেন পরিচালকদের একাংশ'। 'অনেক সমস্যা হলেও ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি'। 'পূর্ব পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে'। 'কাল রাত ৯ থেকে আজ বেলা ১২ পর্যন্ত শ্যুটিং হয়েছে, কলাকুশলীরা কাজ বন্ধ করেননি'। 'কলাকুশলীরা কাজ বন্ধ করেনি'। 'আমরা শ্যুটিং করতে চাই'। 'ঠোকাঠুকি লাগলেও আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই'। 'কেউ কাজ না করলে শুধু পরিচালক একা কাজ করতে পারবে ?' 'পরিচালকদের এত অহঙ্কার কিসের ?' 'সমস্ত পরিচালকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই'। 'প্রবল ষড়যন্ত্র, আমরা চাই ইন্ডাস্ট্রি এগিয়ে যাক'। 'যারা সমস্যার সৃষ্টি করেছেন, তাদের সঙ্গে আলোচনা করব'। 'আলোচনায় সমস্যার সমাধান সম্ভব'। 'ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন কয়েকজন'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram